Responsive Ads Here

C# Tutorials-Part 2 (Hello world Windows form application)

Windows Forms Application:

ভিসুয়াল স্টুডিও ওপেন করে File->New Project  ক্লিক করুন। এরপর নিচের মতো করে Windows Forms  Application select করুন। নিচের ছবির মত প্রজেক্টের নাম দিন HelloWorldApp.
তাহলে নিচের মত  একটি ফর্ম (Form1) দেখতে পাবেন:


ফর্মের বামপাশে Toolbox যেখান থেকে আপনি বিভিন্ন কন্ট্রোলগুলো নিয়ে আপনার মত UI (User Interface) ডিজাইন করতে পারবেন। প্রথমবার Toolbox দেখতে না পেলে ভিসুয়াল স্টুডিওর View option এ ক্লিক করে Toolbox টি নিয়ে আসতে পারবেন। ফর্মের ডানপাশের নিচের দিকে আছে Properties যেটার মাধ্যমে আপনি ফর্মের বিভিন্ন properties সেট করতে পারবেন।

প্রথমেই আমি Toolbox থেকে একটি button টেনে এনে ফর্মের উপর ছাড়লামঃ

ডানপাশের কর্নারের নিচের দিকে button properties থেকে বাটনের text দিলাম Message এবং বাটনের নাম পরিবর্তন করে দিলাম messageButton. তাহলে নিচের মত UI দেখতে পাবেন।

এখন আমাদের কাজ হবে messageButton এ ক্লিক করা মাত্রই একটা মেসেজ বক্সে Hello World লিখাটি দেখাবে। কাজটি করতে হলে প্রথমে ফর্মের উপর থাকা বাটনের উপর ডাবল ক্লিক করুন। ক্লিক করলে আপনি messageButton_Click(object sender, EventArgs e) নামে একটি খালি method দেখতে পাবেন।মেথডটিতে MessageBox.Show() তে আমরা যেই message টি দেখতে চাই তা লিখলাম:

এখন প্রোগ্রামটি run করিয়ে Message বাটকে ক্লিক করলে নিচের মতো আউটপুট দেখতে পাবো:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন