সবাইকে শুভেচ্ছা এবং অগ্রিম শুভকামনা দিয়ে পর্বটি শুরু করছি। পর্বটি যারা c শার্প জগতে একেবারে নতুন অর্থাৎ মাত্র প্রবেশ করতে যাচ্ছেন তাদের জন্য। মোটামুটি প্রায় সব ল্যাঙ্গুয়েজে আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি। তাই এই পর্বে আমি Hello World মেসেজটি বিভিন্ন অ্যাপ্লিকেশানে দেখাবো। এবং পর্বের শেষের দিকে আমি আপনাদের সহজ কিছু কাজ দিয়ে দিবো।
প্রথমেই Visual Studio -2013 নিচের লিংক থেকে ডাউনলোড করে সেটআপ দিয়ে নিন।
Console Application:
শুরুতেই নতুন একটি প্রজেক্ট তৈরি করতে হবে। ভিসুয়াল স্টুডিও ওপেন করে File->New Project ক্লিক করুন। এরপর নিচের মতো করে Console Application select করুন। প্রজেক্টের নাম দিন HelloWorld. এরপর OK করুন।এরপর আমি ক্লাসটিকে public করে নিলাম(না করলেও সমস্যা হবেনা) এবং মেইন মেথডে নিচের মত দুটো লাইন লিখলাম:
Console.WriteLine() মেথডটিতে আমি যেই message টি দেখতে চাচ্ছি তা লিখলাম। Console.ReadKey() মেথডটি লিখলাম যাতে আউটপুট স্ক্রিনটি যে কোনো একটা ক্যারেকটার ইনপুট নিয়ে Exit করে। লাইনটি না লিখলে প্রোগ্রামটি run করে আউটপুট স্ক্রিনটি সাথে সাথে চলে যাবে, আপনি তা দেখতে পারবেন না। প্রোগ্রামটি এখন run করালে নিচের মত আউটপুট দেখতে পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন